লন্ডনে তারাবির সময় মসজিদে গুলি
ডেইলিইউকেবাংলা।। বৃহস্পতিবার রাতে লন্ডনের ইলফোর্ডের সেভেন কিংস হাইরোড মসজিদে তারাবির নামাজ চলাকালে গুলি বর্ষণের ঘটনা ঘটে। মসজিদ প্রাঙ্গনে ব্যাপক পুলিশী উপস্থিতি লক্ষ্য করা গেছে। মেট্রোপলিটনপুলিশ গুলিবর্ষনের ঘটনা নিশ্চিত করলেও এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর তাদের কাছে নেই বলে জানিয়েছে। তবে মসজিদটিতে ব্যাপক পুলিশী উপস্থিতি রয়েছে।
এদিকে মিরর সূত্রে জানা গেছে সম্পূর্ণ মূখ ঢাকা এক ব্যক্তি তারাবীর জামাতের সময় মসজিদে ঢুকার পর এই গুলিবর্ষনের ঘটনা ঘটে। গুলির শব্দে মুসল্লীদের মধ্যে হুলস্তুল শুরু হলে এই সুযোগে ঐ ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। কর্তৃপক্ষ মসজিদটি সাথে সাথে বন্ধ করে দেয়।ঘটনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পুরো মসজিদটি ঘিরে ফেলে। মেট্রোপলিটান পুলিশ এই ঘটনাকে টেরোরিস্ট এটাক মনে করছে না। পুলিশ বিশ্বাস করে ব্যবহৃত অস্ত্রটি ছিল ব্লান্ক ফায়ারিং হ্যান্ডগান। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ত্র ধারি ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি ।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী