বন্ধু ৮৭ এর ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত ( ভিডিও)

ডেইলি ইউকেবাংলা ।। হোয়াটসআপ ভিত্তিক সহপাঠী সংগঠন ‘বন্ধু  ৮৭’ এর সহপাঠী সাবেক এমপি শাহিনূর পাশা চৌধুরী ও  মন্জুর  মুমিন বিলাতে শুভাগমন ও পবিত্র রামাদ্বান উপলক্ষ্যে এক ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে।

সংগঠনের অনন্যতম এডমিন  ফয়জুল ইসলাম ফয়েজনূর এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এমাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  ফখরুল আম্বিয়া, ইসহাক জিতু, আন্জুম আলম, সাদিক রহমান বকুল, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, নাজমুল চৌধুরী,  এলিন চৌধুরী,  দেওয়ান হামদু, রকি চৌধুরী,  দিলদার, মুস্তাফিজ খোকন,  রুবিল, শাহ সেলিম, বুলবুল, জুবায়ের, মোহাম্মদ আলী মাসুম, আসাদ, প্রাণেশ এবং মুস্তফাসহ আরও অনেকে।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x