বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। বৃটেনে বিয়ানীবাজারবাসীর প্রথম সংগঠন বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ২৭মে সোমবার ব্রিকলেনের ক্যাফে গ্রীল রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বিয়ানীবাজারের প্রবীন মুরব্বী,নবীন ও তরুনদের ছিলো সরব উপস্থিতি ।
ইফতার পূর্ব আলোচনায় সংগঠনের সভাপতি লুৎফুর রহমান ছায়াদের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক এম এ আহাদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের পক্ষে ফাষ্ট সেক্রেটারি এ এফ এম ফজলে রাব্বি,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ,সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সমিতির উপদেষ্টা নঈম উদ্দিন রিয়াজ,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’র সাবেক সভাপতি ও সমিতির উপদেষ্টা আলহাজ্ব রউফুল ইসলাম,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’র সাবেক সভাপতি ও সমিতির উপদেষ্টা মুহিবুর রহমান মুহিব,সমিতির উপদেষ্টা শাহাব উদ্দিন চঞ্চল,টাওয়ার হেমলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম,ডেপুটি স্পিকার আহবাব হোসেন,প্রগতি এডুকেশন ট্রাষ্টের সভাপতি হাবিবুর রহমান ময়না,যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আং আহাদ চৌধুরী,নুরুল ইসলাম মছা,মনোজ্জির আলী, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ,সাবেক সাধারণ সম্পাদক মোং নাজিমুদ্দিন, প্রগতি এডুকেশন ট্রাষ্ট’র সাবেক সাধারণ সম্পাদক করিম উদ্দিন,সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম মাসুদ আহমদ,কোষাধ্যক্ষ জইন উদ্দিন পাপলু,বিয়ানীবাজার পৌরকল্যাণ সমিতির সভাপতি বাবুল হোসেন,এম এ বাছিত,আফসার খান সাদেক,বদরুজ্জামান বদর,যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খান,হেলাল উদ্দিন,সমিতির সাবেক কোষাধ্যক্ষ কয়েছ আহমদ,হেলাল চৌধুরী,আব্দুল কাদির চৌধুরী মুরাদ,সামছুল হক এহিয়া,মিসবা উদ্দিন সানি,মোজাহিদুল ইসলাম,বদরুল আলম,কামাল হোসেইন,দেলোয়ার হোসেন দিলু,সাদিক আহমদ,জাহাঙ্গীর সিদ্দিকী।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন মুজিবুর রহমান একলাছ,রহিম উদ্দিন,আব্দুল মতিন খান কবির,মাতাব উদ্দিন,রফিক উদ্দিন,আব্দুস সালাম,রেহান উদ্দিন দুলাল,নজরুল ইসলাম,কবির উদ্দিন,আহমেদ মোস্তাক,বদরুল হক,আতাউর রহমান আতা,দিলাল আহমদ,আব্দুল হাকিম হাদী,জামাল উদ্দিন,আসুক আহমদ,কামাল উদ্দিন,সুলতান আহমদ,এমরান আহমদ,সৈয়দ সামি,মিছবা রহমান,ইফতেখার আহমদ সিপন,নাসির উদ্দিন ফয়ছল,মুন্না আহমদ রাজু,আব্দুল বাছিত,শফি আহমদ,আব্দুল বাতিন,বেলাল উদ্দিন,লুৎফুর রহমান,শাহজাহান খান,আব্দুস শহিদ,আতাউর রহমান আবু,জাকির খান,ইকবাল হোসেন,পারভেজ আহমদ,রুহেল আহমদ,নজরুল ইসলাম কাজল,বেলাল উদ্দিন,আলমগীর খোরশেদ,ফয়ছল মাহমুদ,শামছুর রহমান সুমেল,দেলওয়ার হোসেন সুহেল,রফিকুল ইসলাম রাসেল,শিপলু রহমান,রিবেল আহমদ,মাহমুদ আশরাফ দিলু,সাকিব তাফাদার ও আরো অনেকে ।
ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আশফাকুর রহমান।মুসলিম উম্মার শান্তি কামনা ও সমিতির প্রয়াত সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা অলিউর রহমান চৌধুরী।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী