ব্রিটেনের রানীর সাথে মাশরাফিসহ ১০ ক্রিকেট অধিনায়ক

ডেইলিইউকেবাংলা ।। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সাথে সাক্ষাত করেছেন ১০ ক্রিকেট অধিনায়ক।

বিশ্বকাপ শুরুর আগের দিন বুধবার বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ ১০ ক্রিকেট অধিনায়ককে নিয়ে যাওয়া হয় রানীর প্রাসাদে। বাকিংহাম প্যালেসে রানীর সাথে সাক্ষাত শেষে অধিনায়করা লন্ডন মলে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। কোন ক্রীড়া অনুষ্ঠান সাধারণত স্টেডিয়াম বা এর চত্বরে আয়োজিত হলেও আইসিসি এবারের বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে মল চত্বরে।

কার্ডিফ হোটেল থেকে বাংলাদেশ দল লন্ডনের উদ্দেশ্যে স্থানীয় সময় সকাল ১১টায় রওয়ানা হয়। লন্ডনে আইসিসির নির্ধারিত হোটেলে চেক ইন করার পর মাশরাফী বামিংহাম প্যালেসে রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন দুপুর তিনটায়। একঘন্টার সেই সাক্ষাত শেষে সেখান থেকেই বাংলাদেশ অধিনায়ক লন্ডন মল চত্বরে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। লন্ডন সময় বিকেল চারটায় এই অনুষ্ঠান শুরু হয়। দেড়ঘন্টা ব্যাপী এই উদ্বোধনী অনুষ্ঠান চলে।

বিশ্বকাপের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার। ওভালে বিশ্বকাপের এই উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা।

 

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x