বার্মিংহাম ক্রীড়া মেলা নিয়ে আজ লন্ডনবাংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
চৌধুরী মুরাদ ।। বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের আয়োজনে ৪ৰ্থ বারের মতো “ক্রীড়া মেলা” আয়োজন করতে যাচ্ছে আগামী ২১ জুলাই রোববার স্মলহিথ পার্ক বার্মিংহাম ৷এ উপলক্ষে আজ সোমবার ১৫জুলাই ৬ টায় লন্ডন বাংলা প্রেসক্লাবের অফিসে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে ৷ উক্ত সংবাদ সম্মেলনে আপনার উপস্থিতি এবং ক্রীড়া মেলার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন সাহিদুর রহমান সুহেল সাধারণ সম্পাদক বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউ কে এবং সদস্য লন্ডন বাংলা প্রেসক্লাব।
ইতঃপূর্বে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে কর্তৃক আয়োজিত চতুর্থ ক্রীড়া মেলা’১৯ নিয়ে ১৬ জুন রবিবার স্থানীয় পঞ্চ খানা রেস্টুরেন্টে এক প্রস্তুতি সভা মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সভাপত্বিতে এবং সাহিদুর রহমান সুহেলের পরিচালনায় অনুষ্টিত হয় ৷সভায় সংগঠনের পক্ষ থেকে ক্রীড়া মেলা নিয়ে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জাহাঙ্গীর বখত,স্বপ্না বেগম,ফাহিমা রহিম,জান্নাতুল চোধুরী তামান্না,সৈয়দা পারভীন লাভলী, জাহেদ আহমেদ,শামীম আহমদ,আব্দুল রহিম প্রমুখ ।উল্লেখ্য যে,বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের আয়োজনে চতুর্থবারের মতো পুরোনো দিনের খেলাধুলা ও সংস্কৃতি কর্মকান্ড সম্বলিত ‘ক্রীড়া মেলা” বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতিক কর্মকান্ডের অংশ অতীতের অবলুপ্তপ্রায় ও ক্রমশ বিলুপ্ত হাড়িভাঙ্গা, হাডুডু, মোরগের লড়াই, সুই-সুতা দৌড়, বিস্কুট দৌড়, মার্বেল দৌড়, চেয়ার দৌড়, দড়ি ফাল, লুডু, দৌড়, কানামাছিসহ ঐতিহ্যের অনেক খেলাধুলা ও সংস্কৃতিক কর্মকান্ডের পুনঃপ্রচলন ও সেসবের প্রতি আগ্রহ জাগরণের উদ্দেশ্যে আয়োজিত হয় এ উৎসব ৷ যেকোনো বয়সের যেকেউ নিজেদের পছন্দমত এক বা একাধিক খেলায় অংশ করতে পারবেন ৷ যুক্তরাজ্যে সবচেয়ে বৃহৎ এমন ক্রীড়া মেলা এ দেশে পর পর তিনবার সফলতার পর এবারও আবহমান বাংলার ঐতিহ্য, ভরপুর নানা ধরণের দেশীয় ফুর্তি-আমোদ ও বিনোদনের এমন আয়োজন ৷ দিনব্যাপী এই উৎসবে সকল বাংলাদেশিদের স্বপরিবারে উপস্থিতি ও অংশ গ্রহণের আহবান করা হয়েছে ৷ সাংস্কৃতিক অনুষ্টানে বিলেতের নামকরা শিল্পীরা গান পরিবেশন করবেন । গত তিনবারের ন্যায় এ মেলা সবার জন্য উন্মুক্ত। যেকোনো ধরণের তথ্য ও স্টল বুকিংয়ের জন্য যোগাযোগের 07985256395 নাম্বারে ফোন কিংবা টেক্সট করতে পারবেন ৷
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী