প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ওসমান গনি ও ফাতেমা জান্নাত

ডেইলিইউকেবাংলা।। সিলেটের স্থানীয় একটি অনলাইন পোর্টালে “সিলেটের স্বেচ্ছাসেবকলীগ নেত্রী খুর্শেদার আক্তার বিউটির বিরুদ্ধে চুরির মামলা!” শিরোনামে যে সংবাদ ১৯ অক্টোবর প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যারিস্টার মরহুম আনাউল কাদের চৌধুরীর ছোট ভাই মো. ওসমান গনি চৌধুরী ও মরহুম আনাউল কাদের চৌধুরীর স্ত্রী ফাতেমা জান্নাত। ২১ অক্টোবর সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা এ প্রতিবাদ জানান।

প্রতিবাদ লিপিতে তারা উল্লেখ করেন, গুলশান-২ এর রোড নং ১১৩ , বাসা নং-৯, ২এ২নং ফ্লাটে প্রায় ৪ বছর যাবত ফাতেমা জান্নাত ও তার স্বামী ব্যারিস্টার মরহুম আনাউল কাদের চৌধুরী বাসবাস করে আসছেন। স্বামী ব্যারিস্টার মরহুম আনাউল কাদের চৌধুরীর মাও এখানে বসবাস করতেন। মাঝে মধ্যে ব্যরিস্টার আনাউল কাদের চৌধুরীর ছোট মো. ওসমান গনি চৌধুরীও এখানে থাকতেন। ফাতেমা জান্নাতের স্বামী ব্যারিস্টার আনাউল কাদের চৌধুরী মৃত্যুবরণ করায় উক্ত সম্পত্তি রক্ষার্থে গত ৪ অক্টোবর টাওয়ারের সাধারণ সম্পাদক খান মোহাম্মদ আলীর উপস্থিতিতে একটি লিষ্ট তৈরি করে উক্ত ফ্ল্যাট থেকে মালামালগুলো সংগ্রহ করেন মো. ওসমান গনি চৌধুরী ও ফাতেমা জান্নাত। যার মূল কপি ফাতেমা জান্নাতের কাছে রক্ষিত আছে। এক প্রতিবাদ লিপিতে তারা উল্লেখ করেন, আমরা অত্যন্ত মর্মাহত ও বিস্মিত। উক্ত বিষয়কে কেন্দ্র করে একটি কুচক্রি মহল আমাদের পক্ষের এডভোকেট মো. খুরর্শেদ আলম খোকন ও তার স্ত্রী স্বেচ্ছাসেবক লীগ নেত্রী ডা. খুরশেদা আক্তার বিউটির নামে একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত মালামাল গ্রহণকালে তারা কেউই উপস্থিত ছিলেন না এবং এ ব্যাপারে তারা কিছুই জানেন না। একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে সাধারণ মানুষের কাছে হেয়প্রতিপন্ন করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। আমরা এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকতে এবং সত্য সংবাদ প্রকাশের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

More News from সিলেট

More News

Developed by: TechLoge

x