খসরু নোমান বিরচিত ছেঁড়া তমসুক” গ্রন্থের আত্মপ্রকাশ
মিছবাহ জামাল ।। বিশিষ্ট চলচিত্র পরিচালক লেখক কলামিষ্ট খসরু নোমান বিরচিত যুক্তরাজ্যে বাঙালী কমিউনিটির অন্যতম ১১০ জন সফল ব্যক্তিদের জীবন কাহিনী নিয়ে গ্রন্থ “ছেঁড়া তমসুক” আত্মপ্রকাশ অনুষ্ঠান বৃহস্পতিবার ১৭ই অক্টোবর পূর্ব লন্ডনের সোনারগাঁ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী। মিডিয়া ব্যক্তিত্ব রেডিও প্রেজেন্টার মিছবাহ জামালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মুকিম আহমেদ। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিবিসিসি-এর সাবেক প্রেসিডেন্ট ও লেখক শাহগির বখত ফারুক, লন্ডন বাংলা প্রেসক্লাব প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী, বাংলাদেশ থেকে আগত নবীগঞ্জ ও বাহুবলের সাবেক এমপি মুনীম চৌধুরী বাবু ও এডিশন্যাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা কামাল দেওয়ান, বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, ব্যারিষ্টার আতাউর রহমান। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুহাম্মদ খোয়াজ আলী খান। তারপর “ছেঁড়া তমসুক” গ্রন্থের আত্মপ্রকাশের উপর মুল ভুমিকা পাঠ করেন শিল্পকলা একাডেমী লন্ডনের প্রিন্সিপাল সঙ্গীত শিল্পী ডাঃ শম্পা দেওয়ান ও পাশাপাশি গ্রন্থের প্রকাশনার ক্ষেত্রে নতুন দিন এর মুল কেন্দ্রস্থল ছিলো বলে উল্লেখ করেন লন্ডন বাংলা প্রেসক্লাবের ইসি মেম্বার পলি রহমান।
গ্রন্থের লেখক খসরু নোমান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে “ছেঁড়া তমসুক” গ্রন্থের আত্মপ্রকাশ সম্পর্কে বলেন, “ছেঁড়া তমসুক” ছাপার ক্ষেত্রে সর্বাত্মক উদ্যোগ নেন কবি আবদুল মুকিত মুখতার এবং প্রকাশের ব্যবস্থা করেন মিছবাহ জামাল। তাদেরই প্রচেষ্টায় আরো যারা এগিয়ে এসে প্রকাশ করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়ান তাদের নাম একে একে উল্লেখ করেন। সর্ব প্রথম প্রধান পৃষ্টপোষক হিসেবে ছিলেন বিসিএ- এর সাবেক প্রেসিডেন্ট ও ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের চেয়ারম্যান মাহমাদুর রশীদ ও জয়েন্ট সেক্রেটারী এখলাছুর রহমান আলী।
এরপর লেখক খসরু নোমান ও প্রকাশিকা আনজুমান আরা নোমানের হাতে ফুলের তোড়া দিয়ে ধন্যবাদ জানান পলি রহমান ও স্পেকট্রাম বাংলা রেডিওর পক্ষে এম এ মতিন, নাহিদা মিছবাহ ও হালিম চৌধুরী প্রমুখ। বিশেষ পৃষ্ঠপোষক হিসেবে যারা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সর্বজনাব মহিব চৌধুরী, এম এ আহাদ, সৈয়দ কাইয়ুম কায়সার, কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম, মনজ্জির আলী, জামাল উদ্দিন মুকাদ্দাস, হেলাল খান, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সাংবাদিক তাইসির মাহমুদ, এনায়েত খান, সাংবাদিক আবদুল কাদির মুরাদ, তোফায়েল আহমদ, সুজিয়া চৌধুরী, মুহাম্মদ ইছবাহ উদ্দিন, শাহ সুফি সুহেল, আজিজ চৌধুরী, আবুল লেইছ, টিভি ক্যামেরা পার্সন ফজলুল হক ফজলু, রেজাউল করীম মৃধা, তানভির আহমেদ প্রমুখ।
পরিশেষে গ্রন্থের লেখক সবার হাতে বই তুলে দেন। অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করেন ডাঃ শম্পা দেওয়ান, পরশ মনি ও জীবন। সাউন্ডে সার্বিক সহযোগিতায় সামছুল জাকি স্বপন। সবশেষে নৈশ ভোজ অনুষ্ঠিত হয়।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা