লন্ডনের বাংলা টাউন ব্রিকলেনে আবারো গ্রাম বাংলা রেস্টুরেন্ট
আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। ব্রিটেনে কারী ক্যাপিটাল বলে খ্যাত পূর্ব লন্ডনের বাংলা টাউনের ব্রিকলেনে আবারো ফিরে এলো ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবারের রেস্টুরেন্ট গ্রাম বাংলা ।
৩০ অক্টোবর বুধবার দুপুরে বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে ফিতা কেটে রেস্টুরেন্টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট মুহিব চৌধুরী।
বিন্দালু মাদ্রাজ নয়, বেগুন বরতা, আলু বরতাকে মূলধারার খাদ্যে সন্নিবেশিত করার লক্ষ্যে এ রেস্টুরেন্ট খোলা হয়েছে বলে জানান, সেলিব্রেটি শেফ আতিক রহমান।
এসময় প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার গোলজার খান বলেন, ব্রিকলেন হল বাঙালিদের ২য় বাংলাদেশ। এই ব্রিকলেনই বাঙালিদের ঐতিহ্যবাহী নানান পদের মাছের তরকারীসহ দেশীয় খাবারকে পরিচিত করে তোলার উপযুক্ত স্থান।
এতে লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, কাউন্সিলার শাহ সোহেল আমিন, কাউন্সিলার পুরু মিয়া, সিনিয়র সাংবাদিক মোস্তাক আলী বাবুল, কাইয়ুম আব্দুল্লাহ, জাকির হোসেন কয়েছ, আব্দুল কাইয়ুম, আনোয়ারুল ইসলাম অভি, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, আব্দুর রহিম রঞ্জু, আব্দুল বাছিত রফি, রেজাউল করিম মৃদা, খালেদ হোসাইন, জয়নাল আবেদিন, আবু সুফিয়ান, আহসানুল আম্বিয়া শুভ ও আরো অনেকে উপস্থিত ছিলেন।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী