ক্রয়ডন কাউন্সিল কর্তৃক গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টকে সম্মাননা প্রদান
আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। শিক্ষা, সংস্কৃতি,সামাজিক কল্যাণ ও কমিউনিটির প্রতি দায়বদ্ধতা এবং কার্যক্রমের স্বীকৃতস্বরূপ গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টকে সম্মাননা প্রদান করলো ক্রয়ডন কাউন্সিল।
১১ ডিসেম্বর বুধবার ক্রয়ডন কাউন্সিলের পক্ষে এই সম্মাননা প্রদান উপলক্ষে এক অনাড়ম্বর সভার আয়োজন করেছিলেন ক্রয়ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলর হুমায়ূন কবির। ক্রয়ডন সিটি হলে মেয়রস পার্লারে অনুষ্ঠিত এ সম্মাননা সভায় এসময় ট্রাস্টের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্মাননা সভায় মেয়র হুমায়ূন কবির বলেন,স্বল্প সময়ের মধ্যে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট কমিউনিটির কল্যাণে যে সকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তা আমাদের কমিউনিটির জন্য অনন্য দৃষ্টান্ত । এভাবে কমিউনিটির সংগঠনগুলো যদি এগিয়ে আসে তবে আমাদের যুবসমাজের অপরাধ প্রবণতা রোধ করে সামাজিক কল্যানে এদেরকে সম্পৃক্ত করা যাবে । এতে তিনি তিনি কাউন্সিলের পক্ষ থেকে সব ধরনের সাহায্য ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি ক্রয়ডন কাউন্সিলের পক্ষ থেকে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
সম্মাননা সভায় গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান, মেম্বারশিপ সেক্রেটারি সালেহ আহমদ, বোর্ড মেম্বার মোহাম্মদ জাকারিয়া, ট্রাস্টের অন্যতম সদস্য আব্দুল বাছির এবং গিয়াস উদ্দিন ও আরো অনেকে ।
সভায় গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের নেতৃবৃন্দরা বলেন, আজকের সম্মাননা হলো সংগঠনের কাজের স্বীকৃতি। কাজের স্বীকৃতি সব সময়ই আনন্দের। এটি আমাদের এক বিশেষ প্রাপ্তি। আমরা যে সংকল্প নিয়ে কমিউনিটির কল্যানে কাজ করছি এটা তাঁরই স্বীকৃতি, একটি একটি নিদর্শন। এ স্বীকৃতিতে আত্মবিশ্বাসের সাথে বেড়ে গেলো সামাজিক দায়বদ্ধতাও । এ প্রাপ্তি, সম্মাননা শুধু গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের একার নয়; এটা পুরো গোলাপগঞ্জবাসীর।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী