নিউহ্যাম হাসপাতালে খাদ্য বিতরণ করেছে ভয়েস ফর নিউহাম

একিউ চৌধুরী মুরাদ ।। যুক্তরাজ্যের পূর্বলন্ডনের নিউহ্যাম হাসপাতালের  এনএইচএস এর ডাক্তার, নার্স সহ স্বাস্থ্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা  ও সংহতি প্রকাশ করে খাদ্য বিতরণ করেছে ব্রিটিশ বাংলাদেশীদের পরিচালিত সংগঠন  ভয়েস ফর নিউহাম।

সংগঠনটির নেতৃবৃন্দ  ৭ মে বৃহস্পতিবার  হাসপাতালের ডাক্তার ও নার্সদের হাতে ১শত প্যাকেট গরম খাবার তুলে দেন। এসময় ভয়েস ফর নিউহামের প্রতি কৃতজ্ঞতা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। করোনাভাইরাসে আক্রান্ত বৃটিশ জনগণকে সার্বক্ষনিক চিকিৎসা সেবা দিয়ে যাওয়া এসব কর্মীদের খাবার প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন আহমদ, ট্রেজারার আবুল মিয়া, সহ সভাপতি জাহাঙ্গীর খান, সহ সাধারন  সম্পাদক মঈন উদ্দিন আনসার, যুব ও ক্রিড়া সম্পাদক জেইন মিয়া।

ভয়েস ফর নিউহাম সংগঠনটি  পূর্ব লন্ডনের নিউহাম কাউন্সিলের বাসিন্দাদের দাবী দাওয়া আদায় ও উন্নয়নের  লক্ষ্যে দীর্ঘ কয়েক বছর থেকে  কাজ করে যাচ্ছে।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x