ব্রিটিশ মূলধারায় শুরু হলো হাওয়া টিভি’র যাত্রা, লন্ডনসহ রাজধানী ঢাকা ও সিলেটের গোলাপগঞ্জে ছিল পৃথক উদ্ভোধনী অনুষ্ঠান

আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। অনলাইন প্রযুক্তির জোয়ারে ব্রিটিশ মূলধারাসহ বিশ্বব্যাপী বাংলার কৃষ্টি-সংস্কৃতি ইতিহাস,ঐতিহ্যকে তুলে ধরতে লন্ডনে যাত্রা শুরু করলো হাওয়া টিভি অনলাইন। যাতে ব্রিটিশ বাঙালী নবপ্রজন্ম ও ইংরেজি ভাষাভাষী মানুয়ের মাঝে  প্রচারিত হবে  সংবাদ-বিনোদন, টকশো ও ভিন্নধর্মী অনুষ্ঠানাদি।

২৩ আগষ্ট রবিবার পূর্বলন্ডনের রেডব্রীজের একটি গার্ডেন হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হাওয়া টিভির উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। যাতে ব্রিটিশ বাংলাদেশী নবপ্রজন্ম ও বিশ্বব্যাপী ইংরেজীভাষাবাসী মানুষের কাছে তুলে ধরা হবে বাইলেঙ্গুয়াল সংবাদ-বিনোদন, টকশো ও ভিন্নধর্মী অনুষ্ঠানাদী।

সাংবাদিক ও কমিউনিটি এক্টিভিস্ট মাহমুদুর রহমান শানুর ও হাওয়া টিভির সিইও বাংলাদেশী বংশোদ্ভোদ ব্রিটিশ নারী রোমানা আনামের পরিচালনায়   এতে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষাবিদ ও  গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উপদেষ্টা তছউর আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাট্য ব্যক্তিত্ব স্বাধীন খসরু। বিশেষ অতিথি ছিলেন, লন্ডনে বসবাসরত চিত্রনায়িকা সোনিয়া।  এসময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক ব্যারিষ্টার তারেক চৌধুরী, বিসিএর সভাপতি এম এ মুনিম, হিউম্যান রাইট কমিশনের চেয়ারম্যান আহাদ চৌধুরী, জালালাবাদ টিভির সিইও, লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান, জাসদ নেতা ও হোমল্যান্ড ইন্সুরেন্সের পরিচালক আব্দুর রাজ্জাক, বাংলা টিভি লন্ডন- ইউকের ব্যুরো চীফ ও আইওন টিভি লন্ডনের চীফ রিপোর্টার   আব্দুল কাদির চৌধুরী মুরাদ, জাসদ নেতা মুজিবুল হক মনি, বাসদ ইউকে সমন্বয়ক গয়াছুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাষ্টের সভাপতি মোহাম্মদ আব্দুল বাছিত, জাসদ নেতা সৈয়দ এনামুল হক, ন্যাপ ইউকের সাধারন সম্পাদক সৈয়দ হাসান আহমেদ, জাসদ নেতা মতিউর রহমান মতিন, জাসদ নেতা মোহাম্মদ শাজাহান, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংবাদিক ও দেশ বিদেশ পত্রিকার সম্পাদক বাতিরুল হক সরদার, বাংলাভাষীর সম্পাদক অলিউর রহমান খান, জালালাবাদ কল্যাণ সমিতির সভাপতি আশিকুর রহমান, জালালাবাদ ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক আব্দুল বাছির, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জহির হোসেন গৌস, ট্রেজারার বদরুল আলম বাবুল, ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারন সম্পাদক জামাল খান, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের উপদেষ্টা শামীম আহমেদ, সহ-সভাপতি দেওয়ান নজরুল ইসলাম, সাধারন সম্পাদক ইয়ামিন দিদার এবং সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস জুনেদ, সিলেট চেম্বার ও কমার্সের পরিচালক হিজকিল আহমদ, বাকিং ও ডেগেনহামের কাউন্সিলের ফয়জুর রহমান, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সহ সভাপতি নুরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মইনুল ইসলাম, জাসদ নেত্রী রুবি হক, রেহেনা বেগম, নারী উদ্যোগতা আতিয়া বেগম, জাসদ নেতা মাসুক হোসেন, জাসদ নেতা আবদুল হালিম চৌধুরী ও আব্দুল হান্নান, কমিউনিটি এক্টিভিস্ট মিসবাহ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আবিদ হোসেন, নিউহাম লেবার পার্টির সাধারন সম্পাদক জাইন মিয়া, বিশিষ্ট কমিউনিটি একটিভিস্ট আলী চৌধুরী হোসেন, নারী নেত্রীও কমিউনিটি এক্টিভিস্ট মিনারা আলী, নারী নেত্রী নাজিয়া আক্তার রেবিন, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস‍্য রেজওয়ান হোসেন রেজা, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের অর্থ সম্পাদক শামীম আহমেদ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজের সাবেক জিএস শাহাদত সায়েম, কমিউনিটি এক্টিভিস্ট আহমদ সুজা, কাদির আহমদ, ইমরুল হোসেন এবং মাহবুব হোসেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সেলিম আহমদ।

রাজধানী ঢাকা ও সিলেটের গোলাপগঞ্জে পৃথক উদ্ভোধনী অনুষ্ঠান :

এদিকে  বাংলাদেশে রাজধানী ঢাকা শহর ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কানিশাইল গ্রামে পৃথক পৃথক ভাবে দুটো অনুষ্ঠানের মাধ্যমেও  হাওয়া টিভির উদ্বোধন অনুষ্ঠান করা হয়। তাঁরা লন্ডনের হাওয়াটিভি  অনলাইনের শুভকামনা করে বাংলাদেশ এবং প্রবাসীদের মধ্যে সেতুবদ্ধ হিসেবে হাওয়া টিভি কাজ করে যাওয়ার জন্য আশা প্রকাশ করেন ।

রাজধানী ঢাকায় উদ্ভোধনী অনুষ্ঠান : এডভোকেট মফিজুল ইসলাম খান এর সভাপতিত্বে ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারী নেত্রী শাহনাজ পারভীন মিতু। বিশেষ অতিথি রাকিব উদ্দিন। উপস্থিত ছিলেন, হাওয়া টিভি’র নির্বাহী পরিচালক বেলাল উদ্দিন আহমেদ, সিনিয়র স্টাফ রিপোটার আল আমিন, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট ও হাওয়া টিভি ‘র উপদেষ্টা বেলাল হোসেন খান।

সিলেটের গোলাপগঞ্জে উদ্ভোধনী অনুষ্ঠান : অপরদিকে সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিনে  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাদক্ষিণ স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলিব। প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল। বিশেষ অতিথি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমেদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, হাওয়া টিভি’র উপদেষ্টা সাদিকুর রহমান মাষ্টার। আরো উপস্থিত ছিলেন ফারুক আহমেদ, রেদওয়ান আহমেদ, লাকী নোমান, সাইফুল হক, নাসিম আহমেদ রাব্বি, আরাফাত হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার পি আর ডি প্রতাপ, সিনিয়র স্টাফ রিপোর্টার মেহেদী তাহমিদ। কুরআন তেলাওয়াত করেন হাফিজ জিলানী। অনুষ্ঠান পরিচালনা করেন হাফিজ ফজল আহমেদ রেজওয়ান ও আরো অনেকে।অনুষ্ঠাগুলোতে ছিলো জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ পরিবেশনা।

 

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x