সুচিস্মিতা মৈত্র অহনার জি,সি,এস,ই’তে অসাধারণ ফলাফল
আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। বিলেতের পূর্বলন্ডনের বার্কিংয়ে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশী পরিবারের অসাধারণ প্রতিভাধর মেয়ে সুচিস্মিতা মৈত্র অহনা । ২০ আগস্ট প্রকাশিত জি,সি,এস,ই’তে ১০টি বিষয়ের সবক’টিতে সর্বোচ্ছ গ্রেড ডবল এ ষ্টার পেয়ে অসাধারণ ফলাফল করে উত্তীর্ণ হয়েছেন। সাউথেন্ড হাই গ্রামার গার্লস স্কুল থেকে সুচিস্মিতা মৈত্র অহনা জি,সি,এস,ই’ পাস্ করেন।
তাঁর এ ফলাফলে বাবা-মা’সহ সকলের কাছে প্রশংসিত হয়েছেন অহনা। সে সাথে অহনা স্কুল শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় এমন ফলাফল করেছেন বলেও জানান। পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের ভালোফলাফলে শিক্ষকদের সহযোগিতার গুরুত্ব রয়েছে বলে জানায় সে ।সাউথ এসেক্স ইউনিভার্সিটি সেন্টারের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর সুকান্ত মৈত্র ও সহকারী শিক্ষিকা কণিকা মুখার্জির মেয়ে অহনা আগামীতে অক্সফোর্ড- ক্যামব্রিজে মেডিসিন নিয়ে পড়াশুনা করতে আগ্রহী।
সুচিস্মিতা মৈত্র অহনার দাদার বাড়ী খুলনার ঝিনাইদহে আর নানার বাড়ি বরিশালের কাশিপুর মুখার্জিবাড়ি ।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী