পূর্বলন্ডনের সিলভার টাউনে ফাস্টফুড শপের উদ্ভোধন

আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। করোনা মহামারীতে বিলেতে ব্যবসা বাণিজ্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হলেও ,জীবন ও জীবিকার তাগিদে বাংলাদেশিরা ব্যবসাকে সম্প্রসারিত করছেন। উদ্ভোধন করা হচ্ছে নতুন ব্যবসা প্রতিষ্ঠানের।
মঙ্গলবার পূর্বলন্ডনের সিলভার টাউনে একটি ফাস্টফুডের প্রতিষ্ঠান উদ্ভোধন করেন, প্রবীণ কমিউনিটি একটিভিস্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। তিনি মহান আল্লাহর নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান সিলভার গ্রীলের উদ্বোধনকালে ব্যবসার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় প্রতিষ্ঠানটির কর্ণধার জসিম উদ্দিন সেলিম বলেন, ব্যবসা শুধু মুনাফা নয়, এটা কমিউনিটির সেবাও।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লন্ডন বিডিনিউজ২৪ ডট কম পত্রিকার চেয়ারম্যান ও সম্পাদক আব্দুল বাসিত বাদশা, স্পেসিয়াল রিপোর্টার শিহাবুজ্জামান কামালসহ আরো অনেকে। উদ্বোভন অনুষ্ঠান শেষে ব্যবসার সম্মৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x