পূর্বলন্ডনের সিলভার টাউনে ফাস্টফুড শপের উদ্ভোধন
আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। করোনা মহামারীতে বিলেতে ব্যবসা বাণিজ্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হলেও ,জীবন ও জীবিকার তাগিদে বাংলাদেশিরা ব্যবসাকে সম্প্রসারিত করছেন। উদ্ভোধন করা হচ্ছে নতুন ব্যবসা প্রতিষ্ঠানের।
মঙ্গলবার পূর্বলন্ডনের সিলভার টাউনে একটি ফাস্টফুডের প্রতিষ্ঠান উদ্ভোধন করেন, প্রবীণ কমিউনিটি একটিভিস্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। তিনি মহান আল্লাহর নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান সিলভার গ্রীলের উদ্বোধনকালে ব্যবসার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় প্রতিষ্ঠানটির কর্ণধার জসিম উদ্দিন সেলিম বলেন, ব্যবসা শুধু মুনাফা নয়, এটা কমিউনিটির সেবাও।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লন্ডন বিডিনিউজ২৪ ডট কম পত্রিকার চেয়ারম্যান ও সম্পাদক আব্দুল বাসিত বাদশা, স্পেসিয়াল রিপোর্টার শিহাবুজ্জামান কামালসহ আরো অনেকে। উদ্বোভন অনুষ্ঠান শেষে ব্যবসার সম্মৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী