নিউহ্যামে স্কুল শিক্ষার্থীদের খাবার সরবরাহ করছে এইচ,এল টি

আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। পূর্ব-লন্ডনের ২য় বৃহত্তম বাঙালী অধ্যুষিত বরাহ নিউহ্যামে স্কুল শিক্ষার্থীদের মধ্যবর্তীকালীন খাবার সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। এক্ষেত্রে অর্ধ মেয়াদে শতভাগ খাবার বিতরণ  অব্যাহত রাখতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন নিউহ্যাম ওয়েলবিং ইন কনজাংশন এইচ,এল টি।

মঙ্গলবার নিউহ্যাম বারার স্ট্রাটফোর্ডের ফোকাস ই ১৫ খাদ্য ব্যাংক এর  স্থান থেকে খাদ্য সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। স্কুল শিক্ষার্থীদের এ খাদ্য সরবরাহ অব্যাহত রাখতে সকলের এগিয়ে আশার আহ্ববান জানান সংগঠনের  নেতৃবৃন্দ।

খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন ,ওয়েস্ট হ্যাম লেবার পার্টির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জেইন মিয়া, আশিকুর রহমান,কাজী কুরেশ মোহাম্মদ আবুল মিয়া ও আরো অনেকে।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x