মুজিববর্ষ উপলক্ষ্যে লন্ডনে বঙ্গবন্ধু কাপ মহিলা ও শিশু কিশোর ক্যারম প্রতিযোগিতা

আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। মুজিব বর্ষ উপলক্ষ্যে  লন্ডনে অনুষ্ঠিত হয়েছে, বঙ্গবন্ধু কাপ মহিলা ও শিশু কিশোর ক্যারম প্রতিযোগিতা।

নেক ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ১ নভেম্বর রবিবার দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৬ টি মহিলা দল ও ৮টি শিশু কিশোর দল অংশ নেয়।

পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিটস্থ সাউন্ডটেক ক্যারাম ক্লাবে আয়োজিত টুর্নামেন্টে মহিলা গ্রুপে চ্যাম্পিয়ন হয় হেনা – মুন  জুটি। রানার্সআপ হয়  ও স্নিগ্ধ্যা – সকি  জুটি। শিশু কিশোর গ্রুপে খেলায় অংশ নেয় ইয়াসিন আলী, ইউনুস আহমদ চৌধুরী, জাহিম হাসান ও ড্যানিয়েল মিয়াসহ অন্যান্যরা।

নেক ফাউন্ডেশনের চেয়ারম্যান জামাল খানের সার্বিক পরিচালনায় খেলা শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে পুরস্কার বিতরনী করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন।

এসময় ভিডিও কনফারেন্স ও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ সভাপতি অধ্যাপক আবুল হাসেম, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, আওয়ামীলীগ নেত্রী হুসনা মতিন, কাউন্সিলার আব্দুল আজিজ তকি, কাউন্সিলার পারভেজ আহমদ, কাউন্সিলার তারেক আহমদ, ডেপুটি মেয়র কাউন্সিলার আসমা বেগম, কমিউনিটি নেতা সোনাহর আলী রিংকু, আব্দুল বাছির, এ আর খান সুজা, নাদিয়া চৌধুরী, মুজিবুল রহমান দপ্তরী, রুহেল আহমদ, রাকিব রুহেল, জুবায়ের আহমদ চৌধুরী ও আরও অনেকে ।

আয়োজকরা জানান, , ব্রিটেন প্রবাসী সকল  প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও বঙ্গবন্ধুকে তুলে ধরতে  এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x