যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
একিউ চৌধুরী মুরাদ: বিয়ানীবাজার উপজেলার উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি ইউনিয়নবাসীর দীর্ঘ দিনের দাবী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা এবং বাস্তবায়নে গঠিতব্য চারখাই থানা দ্রুত গঠন ও প্রস্তাবিত এলাকার উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে নামক একটি সামাজিক সংগঠন গঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খানকে প্রেসিডেন্ট , আব্দুল কাদির চোধুরী মুরাদকে জেনারেল সেক্রেটারী, আহাদ কবীর চৌধুরীকে ট্রেজারার করে ৫৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ১জুন মঙ্গলবার গঠন করা হয়।
চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কের অপরাপর নেতৃবৃন্দরা হচ্ছেন-
কো-অর্ডিনেটর : এম এ কুদ্দুস (একজিকিউটিভ), মাইকেল আসপেল ( আইন বিষয়ক ) শায়েস্তা চৌধুরী কুদ্দুস, হারুন রশিদ, বদরুল হক চৌধুরী,দুলাল উদ্দিন রায়হান, সৈয়দ আব্দুল মফিক , আব্দুল মালিক, মন্জুল চৌধুরী, আব্দুল হান্নান, মোঃ আলাউদ্দিন, এনামুল হক চৌধুরী, মাহমুদুর রহমান খান ( সুলতান ) । ভাইস প্রেসিডেন্টঃ সাহাব উদ্দিন, মনজুরুস সামাদ চৌধুরী ( মামুন ), সুহেল আহমদ চৌধুরী, আমির উদ্দিন আহমদ, জয়নোবুন্নেছা জামাল। জয়েন্ট সেক্রেটারীঃ সাহিদুর রহমান সুহেল। জয়েন্ট সেক্রেটারীঃ এম হোসেন। জয়েন্ট ট্রেজারার: হেলাল আহমদ। জয়েন্ট ট্রেজারার: এম এ জামান । অর্গ্যানাইজিং সেক্রেটারীঃ মাসুদুল ইসলাম ( রুহুল )। জয়েন্ট অর্গ্যানাইজিং সেক্রেটারীঃ মুজিবুর রব। জয়েন্ট অর্গ্যানাইজিং সেক্রেটারীঃ এনায়েতুর রহমান খান ( রাসেল )। উইমেন সেক্রেটারী : সুজিয়া চৌধুরী। জয়েন্ট উইমেন সেক্রেটারী: সৈয়দা রোকেয়া কবীর ।জাসমিন বেগম চৌধুরী। ট্রাস্টিশিপ সেক্রেটারীঃ আব্দুল সামাদ। জয়েন্ট ট্রাস্টিশিপ সেক্রেটারীঃ সেজু চৌধুরী। জয়েন্টট্রাস্টিশিপ সেক্রেটারীঃ আয়নুল হোসেন খন্দকার। প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারীঃ অরুন কান্তি কর। জয়েন্ট প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারীঃ কাজী জাফর আহমদ। জয়েন্ট প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারীঃ আব্দুল মতিন। রিলিজিয়াস সেক্রেটারীঃ মাওঃ মুনিম চৌধুরী। জয়েন্ট রিলিজিয়াস সেক্রেটারীঃ মাওঃ কামাল আহমদ। জয়েন্ট রিলিজিয়াস সেক্রেটারীঃমোহাম্মদ নাজির উদ্দিন। এডুক্যাশন এন্ড কালচ্যারাল সেক্রেটারীঃ নুরুল ইসলাম চৌধুরী। জয়েন্ট এডুক্যাশন এন্ড কালচ্যারাল সেক্রেটারীঃ ফারুক উদ্দিন। জয়েন্ট এডুক্যাশন এন্ড কালচ্যারাল সেক্রেটারীঃ আবুল কাসিম।রিলিফ এন্ড রিহেবিলিটিশন : কামরুল হোসেন। জয়েন্ট রিলিফ এন্ড রিহেবিলিটিশন : আফসার আহমেদ জাবেদ। সোশ্যাল এন্ড ওয়েলফেয়ার সেক্রেটারীঃ ইকবাল হোসেন চৌধুরী। জয়েন্ট সোশ্যাল এন্ড ওয়েলফেয়ার সেক্রেটারীঃ হেলাল আহমদ চৌধুরী (বকুল ) । ইয়ুথ এন্ড স্পোর্টস সেক্রেটারীঃ খয়ের আহমদ চৌধুরী। জয়েন্ট ইয়ুথ এন্ড স্পোর্টস সেক্রেটারীঃ মাসুদ আহমদ। এক্সিকিউটিভ মেম্বার: লিয়াকত খান, নুরুল চৌধুরী, মোহাম্মদ জামান ।
উল্লেখ্য: বিয়ানীবাজার উপজেলার আলীনগর, চারখাই ও শেওলা, দুবাগ কুড়ারবাজার ইউনিয়নের কিয়দংশ কুশিয়ারা নদীর পশ্চিম উত্তরাঞ্চল এবং জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে চারখাইয়ে থানা গঠনে সম্ভাব্যতা যাচাই ও জায়গা অধিগ্রহন ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তপক্ষ দ্বারা পরিসমাপ্তি হয়েছে।
এদিকে সংগঠনটির পক্ষ থেকে স্থানীয় এলাকাবাসীর দীর্ঘ কয়েক যুগের দাবী চারখাইয়ে থানা গঠনে, সরকারের আন্তরিকতায় প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সোনার বাংলা গঠনের রূপকার জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী
-
লন্ডন বাংলা প্রেসক্লাব সেক্রেটারি জুবায়েরের বৃটিশ কারী এ্যাওয়ার্ড লাভ :ডেইলিইউকেবাংলা’র অভিনন্দন