যুক্তরাজ্যে বৃটিশ-বাংলাদেশি শিক্ষিকাকে হত্যা।

মাহমুদুদুর রহমান শানুর: দক্ষিণ-পূর্ব লন্ডনে এক বৃটিশ বাংলাদেশি শিক্ষিকাকে হত্যা করা হয়েছে। সাবিনা নেসা নামের ওই শিক্ষিকা শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮ টার সময় নিহত হন। পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে মাত্র ৫ মিনিট দূরত্বের একটি পাবে যাওয়ার সময় ২৮ বছরের সাবিনাকে হত্যা করা হয়। বিবিসির খবরে জানানো হয়, পরদিন সকালে একটি পার্কে তার মরদেহ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় তদন্তে নেমেছে এবং ৪০ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটকও করে। তবে তাকে ছেড়ে দেয়া হয়েছে। পরবর্তীতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে, লন্ডন পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জো গ্যারিটি জানিয়েছেন, তদন্তের কাজে বেশ ভালো অগ্রগতি হয়েছে। হত্যাকারীকে খুঁজে বের করার জন্য আমাদের সব সক্ষমতা কাজে লাগাচ্ছি।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x