ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
রোকসানা পারভীন জোসনা।। ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে ৯ই অক্টোবর লন্ডনে বসবাসরত ক্রীড়া চক্রের সকল সদস্য আজীবন সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এক সভা অনুষ্টিত হয়েছে।
পূর্বলন্ডনের ব্রিকলেনের ক্যাফ গ্রীল রেষ্টুরেন্টে ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খোকনের সভাপতিত্বে ও আবজল হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজীবন সদস্য ঢাকা দক্ষিণ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলিব (মছনমিয়া) আজীবন সদস্য শামীম আহমেদ। খালেদ আজিম উদ্দিন জামাল। কাজী মকবুল আলী ও আরো অনেকে।
সভায় ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের অনুষ্টিতব্য ৫০ বছর পূর্তি বর্ণাঢ্য আয়োজনে পালনের আশা প্রকাশ করে বক্তারা ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্রের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন।স্বাধীনতার পরবর্তী সময়ে এই ক্লাবের যাত্রা। ফুটবল খেলার মাধ্যমে। এই ক্লাব ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে। আগামী দিনে তাঁর ধারাবাহিকতা বজায় রাখার উদাত্ত আহ্বান জানান ।সে সাথে নিজস্ব ভূমি ক্রয় করে ক্লাবের স্হায়ী ভবন নির্মাণ করার জন্য সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার অঙ্গিকারও ব্যক্ত করা হয়।
এসভায় সভায় উপস্থিত ছিলেন, রুহুল আমিন সেলিম,আব্দুল বাছির,মাহমুদুর রহমান শানুর, সেলিম উদ্দিন চাকলাদার, দিলওয়ার হোসেন লেবু, হেলাল আহমেদ, নাজিম রহমান, আব্দুল কাদির, হোসাইন আহমেদ সুজা,আব্দুল রহিম মুক্তা,ছাদেক আহমেদ, রেহান উদ্দিন, নুরুল ইসলাম,খালেদ আহমেদ,কিশোয়ার আনাম লিটন, জোছনা পারভীন ,রুমানা আনাম,শাহরিয়ার নাফি।
সভায় ৫০বছরের ঐতিহ্যবাহি ক্লাবের অনুষ্ঠান কে সাফল্য মন্ডিত করার জন্য ফান্ড কালেকশন করা হয়েছে। বেশ কয়েকজন তাদের অঙ্গিকার করেছেন এবং ক্রীড়া চক্রের সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন সাবেক সাধারণ সম্পাদক আজীবন সদস্য কামাল উদ্দিন খোকন, খালেদ আজিম উদ্দিন জামাল,আবজল হোসেন, ইকবাল আহমেদ, হেলাল আহমেদ।সভায় লন্ডন প্রবাসী ক্রীড়াচক্রের আজীবন সদস্যদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে।
More News from কমিউনিটি
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী
-
লন্ডন বাংলা প্রেসক্লাব সেক্রেটারি জুবায়েরের বৃটিশ কারী এ্যাওয়ার্ড লাভ :ডেইলিইউকেবাংলা’র অভিনন্দন