বিশ্ববাজারে প্রযুক্তি পণ্য রফতানিকারক দেশ হতে চায় বাংলাদেশ : জয়
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশে বিকশিত পণ্য, ধারণা ও উদ্ভাবন বিদেশে রপ্তানি করা যেতে পারে।আমি কিছু পণ্য, উদ্ভাবন দেখেছি। যা বিশ্বের কোথাও নয়, বাংলাদেশেই গড়ে উঠেছে। আমরা এসব পণ্য, উদ্ভাবন রপ্তানি করতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য।’
আজ বৃহস্পতিবার ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭-এর দ্বিতীয় দিনে আন্তমন্ত্রণালয় সম্মেলনে সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন।সম্মেলনের শুরুতেই ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সজীব ওয়াজেদ জয়। কম্বোডিয়া, ভুটান, মালদ্বীপ, কঙ্গোর মন্ত্রী পর্যায়ের কর্মকর্তারা এই সম্মেলনের আলোচনায় অংশ নেন।প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘২০২১ সালের মধ্যে শতকরা ৮০ ভাগ সরকারি সেবা মানুষের হাতের মুঠোয় অর্থাৎ মোবাইলে নিয়ে আসতে চায় সরকার।সজীব ওয়াজেদ আরো বলেন, ‘পশ্চিমা বিশ্ব যা উদ্ভাবন করছে তাই কেবল আমরা নিতে চাই না। নিজেদের উদ্ভাবন গড়ে তোলাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমি কিছু পণ্য দেখেছি যেগুলো ধারণা-কেন্দ্র (আইডিয়া ল্যাবস) থেকে এসেছে এবং সেগুলো সত্যি সত্যি বৈপ্লবিক। এই ধারণাগুলো বিশ্বের অন্য কোথাও নেই। এগুলো বাংলাদেশেই বিকশিত হয়েছে। আমরা এই ধারণা, উদ্ভাবনগুলো বিশ্বে রপ্তানি করতে পারি।আলোচনা শেষে দর্শকদের প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ বলেন, ‘বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষিত করে তোলাই এই খাতের সামনে বড় চ্যালেঞ্জ।’