রবিবার মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্কঃ সদ্য মৃত্যুবরণকারী আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় রোববার যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকালে মহিউদ্দিন চৌধুরীর ষোলশহর দুই নম্বর গেটের চশমা হিলের বাসায় যাওয়ার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এ লক্ষ্যে বাসার আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চট্টলবীর খ্যাত মহিউদ্দিন চৌধুরীর শোকাহত পরিবারকে সমবেদনা এবং দল ও দেশের জন্য বিশেষ করে চট্টগ্রামের জন্য মহিউদ্দিন চৌধুরীর আমৃত্যু যে ত্যাগ-এর স্বীকৃতি জানাতেই প্রধানমন্ত্রী মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
রোববার সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে নৌবাহিনীর মার্চপাস্ট রয়েছে। অনুষ্ঠান শেষ করে বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে যাবেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তাদের বাসায় প্রধানমন্ত্রীর আগমন কর্মসূচি থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।১৪ জানুয়ারি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মহিউদ্দিন চৌধুরীর শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলে দলীয় সূত্র জানিয়েছে।উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর নগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী নগরীর একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই দিন লালদিঘি পাড়ে আয়োজিত নামাজে জানাযায় লাখো মানুষের ঢল নামে। মহিউদ্দিন চৌধুরী নিজেই তার নামাজে জানাজা লালদিঘি মাঠে আয়োজনের জন্য পরিবারের সদস্যদের অছিয়ত করে যান। নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, মহিউদ্দিন চৌধুরীর রাজনৈতিক উত্থান লালদিঘি মাঠে। তাই তার নামাজে জানাজাও তার (মহিউদ্দিন চৌধুরীর) ইচ্ছা অনুযায়ী সেখানে হয়েছে। একই মাঠে মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভাটিও করতে চান তারা।