প্রাথমিকের শিক্ষকদের তৃতীয় দিনের অনশন চলছে

নিউজ ডেস্কঃ বেতন বৈষম্য দূর করার দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গত শনিবার সকাল ১০টা থেকে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের ডাকে এই কর্মসূচি শুরু হয়।এদিকে সরকার দ্রুত দাবি না মানলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান।সভাপতি আনিসুর রহমান বলেন, সন্ধ্যার মধ্যে আমাদের দাবি মেনে না নেয়া হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আমরা আবারো প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবো। যদি তিনি আমাদের ন্যায্য দাবি মেনে না নেন তাহলে আমরা বিদ্যালয় অচল করে দেবো।আন্দোলনের দ্বিতীয় দিন রবিবার জাতীয় শহীদ মিনারে আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কয়েকজন। তাদের পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

More News from অন‌্যান্য

More News

Developed by: TechLoge

x