অনুষ্ঠিত হলো কবিতাস্বজনের সাহিত্য আড্ডা
ডেইলিইউকেবাংলা।। কবিতাস্বজনের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হলো ৩জানুয়ারি পূর্বলন্ডনের একটি হলে ।
ডিসেম্বরের ছুটি শেষের ব্যাস্ততা আর কনকনে ঠান্ডা উপেক্ষা করে কবিতার টানে এ আড্ডায় উপস্থিত হন কবি, লেখক সাংবাদিক বৃন্দ। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল ইসলাহ এবং সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক কবি আব্দুল মুকিত অপি। উপস্থিতির মধ্য থেকে কবিতাপাঠে অংশ নেন, কবি আব্দুল মুকিত অপি,আনোয়ারুল ইসলাম অভি,শামিম আহমেদ আবু সুফিয়ান চৌধুরি, আসমা মতিন,আহাদ চৌধূরী বাবু, মোহাম্মদ ইকবাল, মোসাইদ খান, কামরুল বশির, সাইম খন্দকার, ইকবাল বাহার সোহেল, ব্যারিষ্টার সুবহি সাদিক,ফাহমিদা ইয়াসমিন,মুহাম্মদ মুহিদ,নজরুল ইসলাম,এমদাদুল হক ,এ,কে,এম আব্দুল্লাহ আরও অনেকে।