একুশে’র গ্রন্থমেলায় কে, এম আব্দুল্লাহ’র ‘যে শহরে হারিয়ে ফেলেছি করোটি’
আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। মহান একুশে’র গ্রন্থমেলায় কবি এ কে এম আব্দুল্লাহ’র যে শহরে হারিয়ে ফেলেছি করোটি’ ৭০টিরও বেশি টানা গদ্যের বাংলা কবিতা এবং ১৬ টি ইংরেজী কবিতা নিয়ে আসছে। কবিতার বই ‘যে শহরে হারিয়ে ফেলেছি বইটি মেলার প্রথমদিন থেকে পাওয়া যাবে বাসিয়া প্রকাশনী ৬৬৪ নং স্টলে।
যে শহরে হারিয়ে ফেলেছি করোটি কবিতার বইটি নিয়ে আলাপকালে এ কে এম আব্দুল্লাহ বলেন, যেহেতু লন্ডনে বসবাস তাই এখানের নতুন প্রজন্মের জন্য কিছু কবিতা ইংরেজীতে সংযোজন করেছি। আমার সন্তানরা বিদেশে বড় হচ্ছে। তারা অন্তত ১৬ টি কবিতার নতুন পাঠক হবে। এ কে এম আব্দুল্লাহ’র কবিতায় বরাবরের মত উঠে এসেছে দেশপ্রেম, মানবপ্রেম, সমাজ রাস্ট্র কিংবা মানুষের দু:খ কষ্ট। তিনি বলেন, কবিতা মানুষকে প্রেরণা দেয়। চেতনাবোধ জাগিয়ে তুলে মানুষকে ভালবাসতে শেখায়। আমি সেই চেষ্টাই করেছি। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মূল্য ১৮০ টাকা।
এ কে এম আব্দুল্লাহ’র অন্যান্য প্রকাশিত বই: কবিতা – মাটির মাচায় দণ্ডিত প্রজাপতি, উপন্যাস ‘ ক্ষুধা ও সৌন্দর্য’। এবারের বইমেলায় তার সম্পাদনায় আসছে ৩১জন লেখকের গল্প নিয়ে অণুগল্প সংকলন “শব্দবিন্দু” পাওয়া যাবে বাসিয়া প্রকাশনী স্টল নং ৬৬৪। মূল্য ১০০ টাকা। বইগুলো পাঠকপ্রিয় হোক কামনা করি।