সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন জাকির হোসেন
নিউজ ডেস্ক,ঢাকাঃ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার ড. মোহাম্মদ জাকির হোসেনকে রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার বিকেলে আইন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।উল্লেখ্য, গত বছরের ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামসহ প্রশাসনের দায়িত্বরত বেশ কয়েকজন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়। তখন থেকে ড. মোহাম্মদ জাকির হোসেন সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আজ থেকে তিনি ভারমুক্ত হলেন।