সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ট্রাফিক পুলিশের

ডেইলিইউকেবাংলা নিউজঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে কর্তব্যরত অবস্থায় সিএনজিচাপায় একজন ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন।নিহত ট্রাফিক পুলিশ কনস্টেবল নুরুল আমিন ফেনী জেলার পরশুরাম থানার রামপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

শনিবার সন্ধ্যা ৭টায় মহাসড়কের বারইয়াহাট পৌরবাজারের গাছ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।জোরারগঞ্জ থানার কর্তব্যরত অফিসার এসআই আবেদ আলী জানান,সড়কে কর্তব্যরত থাকালীন সময়ে একটি সিএনজি আকস্মিক বেপরোয়া গতিতে এসে ট্রাফিক পুলিশ কনস্টেবল নুরুল আমিনকে (ট্রাফিক কং/ ১১৩৩) চাপা দিয়ে চলে যায়।এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কমফোর্ট হাসপাতালে ও পরে মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টায় মস্তাননগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি।এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান বলেন,আমরা চাপা দেয়া সিএনজি ও চালককে আটকের চেষ্টা করছি।

Leave a Reply

More News from অন‌্যান্য

More News

Developed by: TechLoge

x