অস্ট্রেলিয়ায় প্রথমবারের মত স্বেচ্ছায় মৃত্যুর বৈধতা দান
আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ স্বেচ্ছায় মৃত্যুর বৈধতা দিয়েছে। প্রথমবারের মত অস্ট্রেলিয়ার কোনো প্রদেশ এই স্বেচ্ছামৃত্যুর বৈধতা দিল।১০০ ঘণ্টারও বেশি সময় ধরে তুমুল বিতর্কের পর যুগান্তকারী এই আইনটি পাশ হল। এ নিয়ে দুই রাত টানা বিতর্ক চলছিল। এই আইনের ফলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবসতিপূর্ণ রাজ্যে মুমূর্ষু রোগীরা ২০১৯ সালের মাঝামাঝি থেকে প্রাণনাশক ঔষধ ব্যবহারের জন্য আবেদন করতে পারবেন।তবে এক্ষেত্রে তাদের বয়স কমপক্ষে ১৮ বছরের বেশি হতে হবে এবং তাদের ছয় মাসের বেশি বাঁচার সম্ভাবনা থাকবে না। রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন. আমি গর্বিত যে আমরা আমাদের সংসদ এবং রাজনৈতিক প্রক্রিয়ার মূলে সমবেদনার অধিকার প্রতিষ্ঠা করেছি। এটাই রাজনীতি এবং এটাই সর্বশ্রেষ্ঠ। আর ভিক্টোরিয়া যে টা করে আমাদের জন্য সেটাই শ্রেয়।’ বিবিসি।