যুক্তরাষ্ট্রের বদলে সিরিয়ার পুনর্গঠনে অর্থ দেবে সৌদি আরব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক,যুক্তরাষ্ট্রঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,সিরিয়ার পুর্নগঠনে যুক্তরাষ্ট্রের পরিবর্তে অর্থ দিয়ে সহযোগিতা করবে সৌদি আরব।মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, সিরিয়ার পুনর্গঠনে প্রয়োজনীয় অর্থ যুক্তরাষ্ট্রের পরিবর্তে সৌদি আরব ব্যয় করতে সম্মত হয়েছে।দেখুন,৫ হাজার মাইল দূরের মহান দেশ যুক্তরাষ্ট্রের পরিবর্তে একটি সম্পদশালী দেশ প্রতিবেশীর পুনর্গঠনে ভূমিকা রাখছে এটা কি চমৎকার নয়?সৌদি আরবকে ধন্যবাদ।

গত সপ্তাহে আকস্মিকভাবে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প।তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে ফোনালাপের পরপরই ট্রাম্প এই ঘোষণা দেন।উভয় নেতাই যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।আগামী ৬০ থেকে ১০০ দিনের মধ্যে মার্কিন সেনাদের সিরিয়া থেকে প্রত্যাহার করা হতে পারে।সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের সিদ্ধান্তের কারণে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাথিস ও আইএসবিরোধী জোটে বিশেষ দূত ব্রেট ম্যাকগার্ক পদত্যাগ করেছেন।সিরিয়ায় ওয়াপিজি বা পিকেকে’র বিরুদ্ধে তুরস্কের সম্ভাব্য সামরিক অভিযানের সময় মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণাটি দেওয়া হয়।এর আগে আগস্ট মাসে সৌদি আরব সিরিয়ার রাক্কাহ প্রদেশ পুনর্গঠনের জন্য ১০০ মিলিয়ন ডলার সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল।

Leave a Reply

Developed by: TechLoge

x