লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক,লিবিয়াঃ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলায় তিন ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার এই হামলা চালানো হয়।নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।সূত্র জানায়, সন্দেহভাজন হামলাকারীরা ইসলামিক স্টেটের (আইএস) সদস্য বলে ধারণা করা হচ্ছে।তিন হামলাকারী গাড়িবোমা দিয়ে হামলা চালায়।এতে যানবাহন ও ভবন ক্ষতিগ্রস্ত হয়।এরপর তারা মন্ত্রণালয়ে গুলি শুরু করে।

সূত্র আরও জানায়,দুই আত্মঘাতী ভবনের ভেতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়।তৃতীয় হামলাকারী মন্ত্রণালয়ের নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছে।হামলার সময় ভবন থেকে ধোয়া উড়তে দেখা গেছে।এসময় নিরাপত্তাবাহিনী ভবনটি ঘিরে রাখে এবং আহতদের হাসপাতালে নেওয়ার তোড়জোড় শুরু হয়।লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন।মন্ত্রণালয়ের কর্মীদের ওপর হামলার নিন্দা করা হয়েছে।লিবিয়ার বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিতে জঙ্গি গোষ্ঠীগুলো একের পর এক আত্মঘাতী বোমা হামলা চালিয়ে যাচ্ছে।ত্রিপোলির সবচেয়ে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি ত্রিপোলি রেভুলিউশনারি ব্রিগেডের একটি সূত্র জানিয়েছে,তাদের মুখপাত্র আব্দুলরহমান মাজৌগি হামলায় নিহত হয়েছেন।

Leave a Reply

Developed by: TechLoge

x