জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব গৃহীত

ডেইলিইউকেবাংলা নিউজঃ অভিবাসন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অভিবাসন সংক্রান্ত বৈশ্বিক চুক্তি’র প্রস্তাবনা মরোক্কোতে আয়োজিত জাতিসংঘের একাদশ গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টে গৃহীত হয়েছে।পররাষ্ট্র সচিব শহীদুল হকের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল প্ল্যাটফর্ম ফর ডিজাস্টার ডিসপ্লেসমেন্টের (পিডিডি) আয়োজনে ওই মিটিংয়ে অংশ নেয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে মঙ্গলবার (১১ ডিসেম্বর) একথা জানানো হয়েছে।
তথ্যবিবরণীতে বলা হয়,চুক্তিটি মারাকেশে গৃহীত হয় বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে।
পররাষ্ট্র সচিব ইউএনইপি আয়োজিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন এবং ফ্রান্স আয়োজিত পিডিডি বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেন।পররাষ্ট্র সচিব নিরাপদ,সুশৃঙ্খল ও স্বাভাবিক অভিবাসনের লক্ষ্যে বৈশ্বিক চুক্তি গ্রহণে জাতিসংঘের আন্তঃসরকার সম্মেলনকে এগিয়ে নিতে অংশীদারিত্ব ও উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক ডায়ালগ-২ অধিবেশনে সভাপতিত্ব করেন।পররাষ্ট্র সচিব সেখানে সদ্য গৃহীত বৈশ্বিক চুক্তি এবং বাস্তবায়নে চ্যালেঞ্জসমূহ প্রসঙ্গে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি বিষয়ে দর্শকদের ব্রিফ করেন।তিনি বলেন, অভিবাসন সমস্যা মোকাবিলায় বাংলাদেশ অভিবাসন প্রশাসন বিষয়ক একটি খসড়া জাতীয় কৌশল প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে।
তিনি বলেন,এটি বৈশ্বিক চুক্তি কার্যোপযোগী অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন।প্রতিনিধি দলে ছিলেন জেনেভায় জাতিসংঘ দফতরসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম শামীম আহসান ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

Leave a Reply

Developed by: TechLoge

x