মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক,মিয়ানমারঃ নির্যাতনের মুখে নিজেদের  দেশ ছেড়ে আসা  রোহিঙ্গা শরণার্থীদের সংকটে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।ব্রিটেনের তৈরি করা এ সংক্রান্ত খসড়া প্রস্তাবের ওপর আলোচনায় চীন ও রাশিয়া এ পর্যন্ত থাকেনি।সোমবার কূটনীতিকদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে।রোহিঙ্গাদের মধ্যে বাংলাদেশে অবস্থান করা সাত লাখেরও বেশি শরণার্থী মিয়ানমারে প্রত্যাবাসনে সময়সীমা বেঁধে দেয়া ও গণহত্যার দায়ে দেশটিকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে এ খসড়া প্রস্তাবটি প্রস্তুত করা হয়েছে বরে জানা যায়।
উল্লেখ্য,গত বছরের আগস্টের শেষ দিকে রাখাইনে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধন অভিযান শুরু হলে প্রতিবেশী বাংলাদেশে শরণার্থীদের ঢল নামে।জাতিসংঘ,যুক্তরাষ্ট্র, ব্রিটেন এ অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে।মিয়ানমার জাতিগত নিধনের অভিযান অস্বীকার করে আসছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থ নিতে নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব অনুমোদিত হতে হলে অন্তত ৯ সদস্যের সমর্থন লাগে। তবে রাশিয়া,চীন,যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য কিংবা ফ্রান্সের মধ্যে যে কেউ ভিটো ক্ষমতা প্রয়োগ করলে ওই প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।রোহিঙ্গা সংকট নিরসনে এই মুহূর্তে এ ধরনের প্রস্তাবের যৌক্তিকতা দেখছেন না জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া। তবে জাতিসংঘ মিয়ানমারের বিরুদ্ধে এখন ব্যবস্থা নিতে চিন্তা করছে।

Leave a Reply

Developed by: TechLoge

x