জিম্বাবুয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে সামরিক কর্মকর্তারা
আন্তর্জাতিক ডেস্কঃ সেনা হস্তক্ষেপে প্রেসিডেন্ট রবার্ট মুগাবে সরে দাঁড়ানোর পর জিম্বাবুয়ের নতুন সরকারের ওপর সেনাবাহিনীর প্রভাব থাকাটা স্বাভাবিকই। দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দুজন সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার মাধ্যমে তারই প্রমাণ মিলল।
দেশটির নতুন প্রেসিডেন্ট এমারসন ম্যানানগাগওয়া তার কেবিনেটের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন জেনারেল সিবুসিসো ময়োকে। যিনি দেশটিতে সেনা নিয়ন্ত্রণের পর রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় উপস্থিত হয়েছিলেন। এছাড়া দেশটির বিমানবাহিনীর প্রধান প্রেসেন্স সিরিকে কৃষি ও ভুমি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। তবে মুগাবের সময়ের বেশ কয়েকজন মন্ত্রীকেও কেবিনেটে রেখে দেয়া হচ্ছে।
এই সেনাবাহিনীর কল্যাণেই জিম্বাবুয়েতে সম্প্রতি অবসান হয়েছে রবার্ট মুগাবের দীর্ঘদিনের শাসনের। দেশটির স্বাধীনতার পর থেকে ৩৭ বছর একাধারে ছিলেন শাসন ক্ষমতায়। দেশটিতে সেনাবাহিনী নিয়ন্ত্রণের পর আলোচনার মাধ্যমে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ান দেশটির ৯৩ বছর বয়সী স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা। স্থলাভিষিক্ত হয়েছেন তারই একসময়ের সহযোগী এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন ম্যানানগাগওয়া।