দিনের ৮ ঘণ্টা টিভি দেখেই পার করেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিনে ৮ ঘণ্টাই টেলিভিশন দেখে কাটান। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভোর সাড়ে ৫ টায় ঘুম থেকে উঠে তিনি টেলিভিশন দেখার মাধ্যমে কাজ শুরু করেন। তিনি তার প্রিয় টিভি চ্যানেল ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানটি প্রথম দেখেন।পরে তিনি সিএনএন এবং এমএসএনবিসি দেখেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকবার সিএনএনের সংবাদকে ‘ভুয়া সংবাদ’ বলে আখ্যায়িত করেন। পত্রিকাটি ট্রাম্পের ৬০ জন উপদেষ্টা, বন্ধু এবং কংগ্রেস সদস্যদের সঙ্গে আলাপ করে প্রতিবেদনটি তৈরি করেছে।সম্প্রতি এশিয়া সফরে ট্রাম্প বলেছিলেন, তিনি খুব একটা টেলিভিশন দেখেন না। যারা এটা প্রচার করে তারা ভুয়া তথ্যের ভিত্তিতে করে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার মিসিসিপিতে একটি মানবাধিকার জাদুঘরের উদ্বোধন করেন। বর্ণবাদী কার্যকলাপের জন্য তার এই অনুষ্ঠান বয়কট করেন আফ্রিকান-আমেরিকান নেতৃবৃন্দ।