কোটিপতি ফিলিস্তিনি ব্যবসায়ীকে আটক করেছে সৌদি

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনি ধনকুবের ও আরব ব্যাংকের চেয়ারম্যান সাবিহ আল-মাসরিকে সৌদি আরবে আটক করা হয়েছে। রিয়াদে একটি বাণিজ্যিক সফরে থাকা অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরিবার ও বন্ধু-বান্ধবের সূত্রে শনিবার এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, আল-মাসরি সৌদি আরবেরও নাগরিক এবং জর্ডানের একজন বড় ব্যবসায়ী। আবাসন, হোটেল ও ব্যাংকিং খাতে তার বিপুল বিনিয়োগ রয়েছে। গত সপ্তাহে তার মালিকানাধীন একটি কোম্পানির সভায় যোগ দিতে সৌদি আরব গেলে তাকে আটক করা হয়। মঙ্গলবার তার বন্ধু-বান্ধব ও শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে একটি নৈশভোজে যোগদান করার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে।মাসরির বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গত মাসে সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানের নামে অনেক প্রিন্স, মন্ত্রী ও ব্যবসায়ীকে গ্রেফতারের পর তাকে সৌদি আরব ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছিল। তাকে তার ব্যবসা ও অংশীদার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তবে ওই সূত্র মাসরিকে আটকের বিষয়টি নিশ্চিত বা জিজ্ঞাসাবাদের বিস্তারিত জানাননি। তবে অন্য এক পারিবারিক সূত্র জানিয়েছে, তাকে সৌদি আরবে আটক করা হয়েছে।ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের নাবলুসের একটি বিখ্যাত ব্যবসায়ী পরিবারে জন্ম হয় মাসরির। এক প্রভাবশালী সৌদি ব্যবসায়ীর সঙ্গে যৌথভাবে ক্যাটারিং ব্যবসা করে বিশাল সম্পত্তির মালিক হন তিনি। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের কাছ থেকে কুয়েত উদ্ধারে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে সেনাদের খাবার সরবরাহ করেন তিনি।স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই মাসরিকে সৌদি আরবে আটক করা হয়। তাকে আটকের খবরে জর্ডানে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। কারণ দেশটিতে কোটি ডলার বিনিয়োগ রয়েছে তার এবং কয়েক হাজার মানুষের কর্মসংস্থানেও তিনি জড়িত। ২০১২ সালে মাসরি আরব ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হন।

Leave a Reply

More News from আন্তর্জাতিক

More News

Developed by: TechLoge

x