রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ১৮ মার্চ, এবারও লড়বেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় আগামী বছরের ১৮ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের অনুমোদন পেয়েছে। খবর তাস অনলাইনের।

২০ ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে ফেডারেশন কাউন্সিলের রেজ্যুলিউশন গেজেট আকারে প্রকাশ করা হবে। প্রধান নির্বাচন কমিশনের প্রেস বিভাগ জানায়, নির্বাচন অনুষ্ঠানের যে দিন ধার্য করা হয়েছে তা রাসিসকায়া গাজেতা ও পার্লামেন্টস্কায়া গাজেতা নামের দুটি পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে প্রকাশ করা হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু হবে। রাজনৈতিক দলগুলো তখন নির্বাচনী কংগ্রেস আয়োজন করতে পারবে। স্বতন্ত্র প্রার্থীরা প্রাক-সমর্থন গ্রুপ গঠন প্রক্রিয়া শুরু করবে।

রাশিয়ার প্রধান নির্বাচন কমিশনার ইয়েল্লা তামফিলোভা গণমাধ্যমকে বলেন, ২০১৮ সালের ১৮ মার্চ যে প্রেসিডেন্ট নির্বাচন হবে এতে অন্তত ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। ৬ ডিসেম্বর দেয়া এক ঘোষণায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার কথা জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Leave a Reply

More News from আন্তর্জাতিক

More News

Developed by: TechLoge

x