যুক্তরাষ্ট্রকে শীতল যুদ্ধকালীন মানসিকতা ত্যাগ করতে বলেছে চীন
আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা নীতিতে ‘শীতল যুদ্ধকালীন মানসিকতা’ ফুটে উঠেছে বলে হোয়াইট হাউজের নিন্দা করেছে চীন।মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে বলেছে, নতুন মার্কিন নিরাপত্তা নীতিতে চীন ও রাশিয়াকে প্রতিদ্বন্দ্বী শক্তি এবং দেশ দুটি একাধিক হুমকি স্বরুপ বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া বেইজিং ও অন্যান্য সরকার মার্কিন শক্তিকে চ্যালেঞ্জ করছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এর সমালোচনা করে বলেছে, ওয়াশিংটনের মেয়াদ উত্তীর্ণ দৃষ্টিভঙ্গি বাতিল করা উচিৎ।মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেছেন, ‘কোনো দেশ অথবা প্রতিবেদন বিকৃত বিষয় বা বিদ্বেষপূর্ণ তথ্য প্রচার করে সফলতা পায় না।তিনি বলেন, ‘ চীনের কৌশলগত পরিকল্পনাকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা এবং শীতল যুদ্ধকালীন মেয়াদোত্তীর্ণ মানসিকতা ও শূন্য যোগ খেলা বাদ দিতে আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি।এদিকে চীনের মতো রাশিয়াও যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা নীতির সমালোচনা করেছে। নতুন এই মার্কিন নীতিকে ‘সাম্রাজ্যবাদী চরিত্রের’ বলে সমালোচনা করেছে মস্কো।