স্ত্রী হত্যার অভিযোগে অপরাধ বিষয়ক অনুষ্ঠান উপস্থাপকের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ভয়ংকর সন্ত্রাসীদের জীবন ও কর্মকাণ্ড নিয়ে টেলিভিশনে ‘মোস্ট ওয়ান্টেড’ নামে ক্রাইম সিরিজ উপস্থাপনা করে জনপ্রিয়তা কুড়ানো ব্যক্তি-ই তার স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদাণ্ডে দণ্ডিত হয়েছেন।

মোস্ট ওয়ান্টেড এমন একটি ক্রাইম সিরিজ, যেখানে বড় বড় সন্ত্রাসী ও অপরাধীর শেষ ঠিকানা দেখানো হয় মৃত্যু, না হয় কারাগার। কিন্তু সেই সিরিজের উপস্থাপক সুহাইব ইলিয়াসি-ই এখন কারাগারে।

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দিয়েছেন। রায়ে বলা হয়েছে, ইলিয়াসি তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ইলিয়াসি দাবি করেন, তার স্ত্রী আত্মহত্যা করেন। তবে আদালতে তা প্রমাণিত হয়নি। উল্টো তার স্ত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতেন ইলিয়াসি এবং এ ধরনের নির্যাতনেই তার মৃত্যু হয়। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে ইলিয়াসির আইনজীবী বলেছেন, রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।

স্ত্রী আঞ্জুর মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন ইলিয়াসি। কিন্তু আঞ্জুর মা দাবি করেন, তাকে হত্যা করা হয়েছে। তার এ অভিযোগ আমলে নেন আদালত এবং বিচার শুরু হয়।

প্রায় ১৭ বছর আগে ২০০০ সালের ১১ জানুয়ারি ইস্ট দিল্লির বাসায় ক্ষতবিক্ষত অবস্থায় ৩০ বছর বয়সি আঞ্জুর মরদেহ উদ্ধার করা হয়। ইলিয়াসি একে আত্মহত্যা বললেও আঞ্জুর মায়ের অভিযোগ ছিল যৌতুকের জন্য তাকে হত্যা করা হয়েছে। এ অভিযোগে আঞ্জুর মৃত্যুর তিন মাস পরে গ্রেপ্তার হন ইলিয়াসি।

১৯৬১ সালে আইন করে যৌতুক নিষিদ্ধ করা হয় ভারতে। কিন্তু পারিবারিকভাবে দেখাশোনা করে যেসব বিয়ের বন্দোবস্ত হয়, তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে যৌতুকের বিষয়টি থাকে। ভারতে প্রতিবছর স্বামীর পরিবারে নির্যাতনের শিকার হয়ে হাজারো নারী নিহত হন এবং বেশির ভাগ ক্ষেত্রে যৌতুক-ই এর পেছনে প্রধান কারণ।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন

Leave a Reply

More News from আন্তর্জাতিক

More News

Developed by: TechLoge

x