সিরিয়ার প্রেসিডেন্টকে সন্ত্রাসী বললেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সন্ত্রাসী বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। বুধবার তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি সেইদ ইসিবসির সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছেন, আসাদের সঙ্গে শান্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়।এরদোয়ান বলেন, ‘আসাদ সুনিশ্চিতভাবেই একজন সন্ত্রাসী, যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে।’

তিনি বলেন,‘আসাদের সঙ্গে কাজ করা অসম্ভব।নিজের দেশের লাখ লাখ নাগরিককে যে হত্যা করেছে সেই সিরীয় প্রেসিডেন্টের সঙ্গে কিভাবে আমরা ভবিষ্যত জুড়তে পারি?’সিরিয়ার গৃহযুদ্ধের প্রথম থেকেই আসাদের অপসারণ দাবি করে আসছিল তুরস্ক। তবে চলতি বছর সিরিয়ার রাজনৈতিক সংকট নিরসনে এর মিত্র রাশিয়া ও ইরানের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করার পর আগের অবস্থান থেকে কিছুটা সরে আসে তুরস্ক।আসাদের ব্যাপারে আগের অবস্থানেই তুরস্ক রয়েছে জানিয়ে বুধবার এরদোয়ান বলেছেন, ‘আমরা বলতে পারি না যে, আসাদ পরিস্থিতি সামাল দিতে পারবেন। তুরস্কের পক্ষে এটা গ্রহণ করা অসম্ভব। সিরিয়ার উত্তরাঞ্চল সন্ত্রাসের করিডোর হিসেবে হস্তান্তর করা হয়েছে। সিরিয়ায় কোনো শান্তি নেই এবং আসাদকে নিয়ে এই শান্তি আসবে না।’

Leave a Reply

Developed by: TechLoge

x