নিউ ইয়র্কের ভবনে আগুনের ভয়াবহতা ‘ঐতিহাসিক’ মাত্রার
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রংক্স এলাকার ওই ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।নিউ ইয়র্কের মেয়রের মুখপাত্র এরিক ফিলিপস ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ‘পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে’ বলে পরে টুইটারে লিখেছেন তিনি।কয়েকটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু পরে পাঁচতলা ওই ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়।নিউ ইয়র্ক সিটি অগ্নিনির্বাপন বাহিনী টুইটার বার্তায় জানিয়েছে, আহত ১৫ বেসামরিক ব্যক্তির অবস্থা গুরুতর। আগুন নেভাতে ১৬০ জন কর্মী কাজ করছে।নগর পুলিশ পুলিশ কর্মকর্তা টিফ্যানি ফিলিপস জানিয়েছেন, আহতের সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। আগুন ভবনটির একাধিক তলায় ছড়িয়ে পড়েছে।