ওমরাহ পালনে গিয়ে দুর্ঘটনায় দুই শিশুসহ স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে
নিউজ ডেস্কঃ সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ইটালি প্রবাসী একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে স্বপরিবারে পবিত্র মক্কায় ওমরা পালন শেষে মদিনা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কামরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।নিহতরা হলেন, তানিয়া হোসেন (৩০), তার ছেলে ইউসা হোসাইন (৮) ও আযান হোসেন (৩)। আহতরা হলেন কামরুল ইসলাম (নিলয়) এবং জুয়েল। নিহতদের মরদেহ মক্কার আল-হেরা ও আল-নূর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। ঘটনায় আহত দুজন কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী নয়ন শেখ জানান, কামরুল ইসলাম নিলয় স্বপরিবারে পবিত্র মক্কায় ওমরা পালন শেষে মদিনা যাওয়ার পথে প্রাইভেটকারের চাকা পাংচার হলে গাড়িটি উল্টে পার্শ্ববর্তী খাঁদে পড়ে দুর্ঘটনাটি ঘটে।এর আগে গত শনিবার ওমরা পালনের উদ্দেশ্যে কামরুল ইসলাম তার পরিবারের সদস্যদের নিয়ে ইটালি থেকে মক্কায় আসেন।তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া সদরের পৌর এলাকার মুন্সেপ পাড়ার বাসিন্দা বলে জানান মক্কা প্রবাসী আলাউদ্দিন।