কাজাখস্তানে বাসের ভেতর আগুনে পুড়ে ৫২ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্কঃ কাজাখস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার এক বাস দুর্ঘটনায় ৫২ জন নিহত হয়েছেন। গন্তব্যস্থলে যাওয়ার সময় বাসটিতে আগুন ধরে গেলে মর্মান্তিক এ প্রাণহানির ঘটনা ঘটে। জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়।আগুন লাগার বিষয়ে বিস্তারিত উল্লেখ না করে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ১৮ জানুয়ারি সকাল সাড়ে ১০ টার সময় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৫৫ জন যাত্রী ও দু’জন চালক ছিলো। এতে পাঁচজন প্রাণে বেঁচে গেলেও বাকি সকলে প্রাণ হারায়। প্রাণে বেঁচে যাওয়া দগ্ধ পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।