দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৪১
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার মিরিয়াং এলাকার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৪১ জন নিহত হয়েছেন। এছাড়াও দগ্ধ ৭৭ জনের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এস নার্সিং এ হাসপাতালে ২০০ রোগী ছিলেন।