সাংবাদিক শাহাব উদ্দিন বেলালের ইন্তেকাল
নিউজ ডেস্কঃ টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক কাউন্সিলার ও লন্ডনে বাংলা মিডিয়ার সিনিয়র সাংবাদিক, রাজনীতিবিদ শাহাব উদ্দিন আহমদ বেলাল ইন্তেকাল করেছেন। ইন্না-রাজিউন। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত কয়েকদিন থেকে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ২৫জানুয়ারী পূর্বলন্ডনের রয়েল লন্ডন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা শাহাব উদ্দিন বেলালের পরিবারকে জানিয়েছেন , তার শারীরিক অবস্থা মারাত্মক অবনতির ঘঠেছে । যেকোন সময় দূর্ঘটনা ঘঠে যেতে পারে। শুক্রবার বাদ জুম্মা তিনি ইন্তেকাল করেছেন। লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের এ খবর নিশ্চিত করেন। এই রিপোর্ট লিখা পর্যন্ত তিনি হাসপাতালে অবস্থান করছিলেন।
বিলেতে বাংলা মিডিয়ার সিনিয়র সাংবাদিক শাহাব উদ্দিন আহমদ বেলালের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোক প্রকাশ করেছে লন্ডনবাংলা প্রেসক্লাব। ক্লাবের সভাপতি সৈয়দ নাহাশ পাশা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের এক বার্তায় বলেন, ক্লাবের সিনিয়র সাংবাদিক ও প্রবীন কমিউটিনি নেতা শাহাব উদ্দিন আহমদ বেলালের ইন্তেকালে ক্লাবের সকল সদস্য গভীরভাবে শোকাহত। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এদিকে ক্লাবের আন অফিশিয়াল ওয়ার্টআপ গ্রুপে সকল স্তরের সাংবাদিকরা শোক প্রকাশসহ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বার্তা দিয়ে যাচ্ছেন।উল্লেখ্য, ৭০,৮০ ও ৯০ দশকে ব্রিটিশ রাজনীতিতে বাঙালীদের অধিকার প্রতিষ্টার আন্দোলনসহ রাজনৈতিক, সামাজিক ও বর্নবাদ বিরুধী আন্দোলনে শাহাব উদ্দিন আহমদ বেলাল লেখনি ও আন্দোলের মাধ্যমে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার দেহে বাইপাস অপারেশনসহ ছয়টি রিং বসানো হয়েছিল। ছয় মাস পূর্বে তার দেহে একটি পেইস মেকার ও লাগানো হয়।তার মৃত্যুকে বিলেতের বাংলা মিডিয়ায় শোকের ছাড়া নেমে এসেছে।