২৬৫ মেয়েকে যৌন হেনস্থা করেছেন আমেরিকার জিমন্যাস্টিকস দলের সাবেক চিকিৎসক ল্যারি নাসার

আন্তর্জাতিক ডেস্কঃ  মার্কিন চিকিৎসক ল্যারি ন্যাসার ২৬৫ মেয়েকে যৌন হয়রানি করেছেন বলে জানিয়েছেন এক বিচারক। মিশিগান অঙ্গরাজ্যের বিচারক জানান, শরীরচর্চা বিষয়ক চিকিত্সক ন্যাসার ইতোমধ্যেই শাস্তি পেয়েছেন।গত সপ্তাহে ১৬০ জন নারীর অভিযোগের ভিত্তিতে তাকে মোট ১৭৫ বছর কারাদণ্ড দিয়েছিল আদালত।অনেক রোগীকে যৌন হয়রানির দায়ে গতকালও তার বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয়। – বিবিসি

Leave a Reply

Developed by: TechLoge

x