স্ত্রীকে হত্যার পর পাকিস্তানি মন্ত্রীর আত্মহত্যা
আন্তর্জাতিক ডেস্কঃ স্ত্রীকে গুলি করে হত্যা করার পর নিজেই আত্মহত্যা করেছেন পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী মীর হাজর খান বিজারানি। বৃহস্পতিবার করাচির বাসভবনে স্ত্রী ফারিহা রাজ্জাকসহ মন্ত্রীর মৃতদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণেই এই ঘটনা ঘটেছে। এ খবর দিয়েছে এনডিটিভি। এক বিবৃতিতে পুলিশ বলেছে, স্ত্রীকে হত্যা ও মন্ত্রীর আত্মহত্যার ক্ষেত্রে একই অস্ত্র ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থলে যে বুলেটগুলো পাওয়া গেছে, সেগুলো অভিন্ন অস্ত্র দিয়ে ছোড়া হয়েছে।স্ত্রীকে হত্যা করতে তিনটি গুলি করেছেন মন্ত্রী। পরে একই অস্ত্র দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি। বিজারানি পাকিস্তান পিপলস পার্টির একজন প্রভাবশালী নেতা। তিনি সিন্ধু প্রদেশের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী ছিলেন। আর স্ত্রী ফারিহা ছিলেন সাংবাদিক। শুক্রবার জুমার নামাযের পর তাদের জানাযা অনুষ্ঠিত হয়।