পাকিস্তানের সেনাক্যাম্পে তালেবান হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক,পাকিস্তানঃ পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়ার সোয়াত উপত্যকায় এক আত্মঘাতী হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর এক ক্যাপ্টেনসহ ‌১১ সৈন্য নিহত হয়েছে। শনিবার রাতে এক সন্ত্রাসী ভলিবল ম্যাচের সময় নিজেকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিলে তারা নিহত হয়। এই ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছে। ২০১৩ সপলের পর এটি সেখানকার সবচেয়ে প্রাণঘাতী হামলা।সোয়াতের কাবাল তেহসিলের কাছে পাকিস্তান সেনাবাহিনীর ক্রীড়াদলটির কাছে শনিবার সন্ধ্যায় এই হামলা হয়।এক নিরাপত্তা কর্মকর্তা এক্সপ্রেস ট্রিবিউনকেবলেন, সামরিক বাহিনীর সদস্যরা ভলিবল খেলার সময় এক আত্মঘাতী বোমারু নিজেকে উড়িয়ে দেয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, সামরিক ক্যাম্পটির কাছে তারা প্রকট শব্দ শুনেছেন। পরে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে সীমিত এলাকায় কারফিউ জারি করে।এক বিবৃতিতে সামরিক বাহিনী হামলার কথা স্বীকার করে। প্রথমে তিনজন নিহত হওয়ার কথা স্বীকার করলেও পরে তা ১১ বলে জানায় আইএসপিআর।

Leave a Reply

Developed by: TechLoge

x