মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক,মেক্সিকোঃ মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।রাজধানী মেক্সিকো সিটি থেকে ৩৫০ কিলোমিটার দূরে ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের মতে, ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ডন লুইস ওয়াক্সাকা স্টেটের পিনোটেপা শহর। ভূমিকম্পটির উৎপত্তি ভূ-পৃষ্ঠ থেকে ২৪ দশমিক ৬ কিলোমিটার গভীরে।  ভূমিকম্পের ফলে ওয়াক্সাকার বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতা সেন্টার থেকে কোনো ধরনের সংকেতও জানানো হয়নি।শুক্রবার মেক্সিকো সিটিতে ভূমিকম্প অনুভূত হওয়ার পর হাজার হাজার লোক রাস্তায় বেরিয়ে আসে। কেউ কেউ কান্নাকাটি করছিল। যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।মেক্সিকো সিটিসহ পাঁচটি শহরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকার বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।গত সেপ্টম্বরে দুই বিধ্বংসী ভূমিকম্পে মেক্সিকোতে শত শত মানুষ নিহত হন। অবস্থানগত দিক দিয়ে মেক্সিকো বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন

Leave a Reply

Developed by: TechLoge

x