ইরানের বিধ্বস্ত বিমানের ৬৬ আরোহীই নিহত

আন্তর্জাতিক ডেস্ক,ইরানঃ ইরানের রাজধানী তেহরান থেকে দেশটির ইয়াসুজ শহরে যাওয়ার সময় ৬৬ যাত্রীসহ একটি ইরানি বিমান বিধ্বস্ত হয়েছে।দেশটির গণমাধ্যম জানিয়েছে, রোববার সেমিরন শহরের কাছাকাছি জাগরোস পাহাড়ি অঞ্চলে বিমানটি ভেঙে পড়েছে। -খবর বিবিসি অনলাইন।খারাপ আবহাওয়ার কারণে জরুরি উদ্ধারকাজে নিয়োজিত বিমান দুর্ঘটনাস্থলে যেতে পারছে না। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।বিমানটি আসিম্যান এয়ারলাইনসের এটিআর ৭২-৫০০ বিমান হবে বলে ধারণা করা হচ্ছে।

 

Leave a Reply

Developed by: TechLoge

x