পেরুতে যাত্রীবাহী বাস গিরিখাতে পড়ে ৪৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক,পেরুঃ পেরুর দক্ষিণাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক থেকে ছিটকে একটি যাত্রীবাহী বাস ১০০ মিটার গভীর গিরিসংকটে পড়ে অন্তত ৪৪ যাত্রী নিহত ও ২০ জন আহত হয়েছেন।চলতি বছরে দেশটির ঝুঁকিপূর্ণ রাস্তায় এটি দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।বুধবার দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।দুর্ঘটনাটি যে জায়গায় ঘটেছে, সেই আরেকিপা অঞ্চলের গভর্নর জামিলা ওসারিও এক টুইটে বলেছেন, পেরুর জাতীয় পুলিশের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে।বাসটিতে প্রায় ৪৫ যাত্রী ছিল বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান রে লাতিনো। কিন্তু তাদের সঙ্গে দ্বিমত পোষণ করেছে  পুলিশ।যাত্রীর সংখ্যা আরও বেশি হবে বলে মন্তব্য পুলিশের। তাদের যুক্তি, পথে বাসটিতে যেসব যাত্রী উঠেছিল প্রাথমিক রেজিস্টারে তাদের উল্লেখ নেই।আরেকিপা অঞ্চলের ওকোনা জেলার পানামেরিকানা সুর মহাসড়কের একটি বাঁকে দুর্ঘটনাটি ঘটে।এর আগে জানুয়ারির প্রথম দিকে দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছিলেন।তবে দেশটির সড়কে বারবার প্রাণহানি সত্ত্বেও তা রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এ অঞ্চলের অধিকাংশ সড়ক সরু ও আঁকাবাঁকা হওয়ায় এমন দুর্ঘটনা ঘটছে বলে ধারণা স্থানীয়দের।

Leave a Reply

Developed by: TechLoge

x