রাখাইনে ৩টি বোমা বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক,মিয়ানমারঃ মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিতউইতে তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে রাজ্য সরকারের সচিবের বাড়িতে এবং দুটি সরকারি অফিসের কাছে বিস্ফোরিত হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘তিনটি বোমা বিস্ফোরিত হয়েছে এবং আরো তিন অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন , তবে তা গুরুতর নয়।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভোররাত সাড়ে ৪টার দিকে রাজ্য সরকারের সচিব থিন মাউং সউই বাড়ির পেছন দিকে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। স্থানীয় প্রশাসনের তিনি অন্যতম শীর্ষ কর্মকর্তা। এছাড়া স্থানীয় হাই কোর্ট প্রাঙ্গণের কাছে একটি এবং ভূমি রেকর্ড অফিসের কাছে আরও একটি বোমা বিস্ফোরিত হয়।পুলিশের মুখপাত্র কর্নেল মাইও থু সোয়ে বলেন, ‘আমরা সন্দেহভাজনদের চিনেছি, কিন্তু এ বিষয়ে কথা বলার সময় এখনও আসেনি। বিস্ফোরণ স্থল পর্যবেক্ষণের মাধ্যমে পুলিশ সন্দেহভাজনদের বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।পুলিশ নগরী থেকে আরও তিনটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে বলেও জানান তিনি।প্রসঙ্গত, তিনদিন আগে উত্তরপূর্বাঞ্চলের নগর লাশিওতে বোমা বিস্ফোরণে দুই ব্যাংককর্মী নিহত এবং বেশ কয়েকজন আহত হন।