ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টার পদত্যাগের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক,যুক্তরাষ্ট্রঃ ট্রাম্প প্রশাসনে যেন পদত্যাগের ঝড় উঠেছে। সেই পদত্যাগের নাউয়ে এবার পাল তুললেন প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কন। পদত্যাগের খবরটি মঙ্গলবার হোয়াইট হাউজ নিশ্চিত করেছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি।গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হোপ হিকস পদত্যাগ করেন। তিনি ছিলেন হোয়াইট হাউজের কমিউনিকেশন বিভাগের প্রধান।হিকসের পথ ধরলেন এবার গ্যারি কন। কন ছিলেন মুক্ত বাণিজ্যের সমর্থক। কিন্তু ইউরোপ থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপের যে পরিকল্পনা ট্রাম্প নিয়েছেন, তা নিয়ে তিনি অসন্তুষ্ট ছিলেন।হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হচ্ছে, কন বলেছেন, তার কাজ দেশের সেবা করা এবং আমেরিকার জনগণের কল্যাণের জন্য প্রবৃদ্ধিমূলক অর্থনৈতিক নীতি পাস করানো, বিশেষ করে ঐতিহাসিক কর সংস্কারের বিল প্রণয়ন বেশ সম্মানের বলেও উল্লেখ করেছেন তিনি।গত বছর প্রেসিডেন্ট ট্রাম্প যে কর সংস্কার করেছিলেন সেখানে গোল্ডম্যান স্যাকস ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট ৫৭ বছর বয়সী কনের ভূমিকা ছিল।